Reported By:- Binoy Roy
বহরমপুরের পুরাতন কান্দি বাসস্ট্যান্ড দুর্গাপূজা কমিটি ৪৮ তম বর্ষে পদার্পণ করল। উল্টো রথের দিন খুঁটি পূজার মাধ্যমে এই পুজোর আনুষ্ঠানিকতা শুরু হলো। মধ্যপ্রদেশের রায়পুরের হাট কাটেস্বর মন্দির এবার বহরমপুরে প্রতিষ্ঠিত হয়েছে। এই পুজোর অনুষ্ঠানে জেলা যুব সভাপতি ও স্থানীয় কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এবছর আমরা প্রতিমার পাশাপাশি মণ্ডপেও নতুনত্ব নিয়ে আসতে চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো দর্শকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা তৈরি করা।”পুজোর আয়োজনের সাথে সাথে জমকালো অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে, যা স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ এবং আনন্দের সৃষ্টি করবে। দর্শকরা যাতে সুষ্ঠুভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়ে কমিটি বিশেষভাবে দৃষ্টি রাখবে।এবারের দুর্গাপূজায় প্রতিমাতে থাকবে বিশেষ আকর্ষণ, যা দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যাবে। স্থানীয় জনগণের সমাগমে পুজোকে একটি বৃহত্তর উৎসবে রূপ দেওয়ার প্রত্যাশা করছে কমিটি।এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজের ঐক্য ও সংস্কৃতির উৎসব হিসেবেও দেখা হচ্ছে। পুরাতন কান্দি বাসস্ট্যান্ড দুর্গাপূজা কমিটির আয়োজনের সাফল্য কামনা করা হচ্ছে।