Reported By Manoj Das
kolkata (5/7/2025)-গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হয় এক তরুণী চিকিৎসক। ওই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এমনকি রাত দখল অভিযান দেখা গিয়েছিল। সেই নৃশংস ঘটনার এক বছর হতে চললো কিন্তু এখনো ন্যায় বিচার মেলেনি। ফলে এবার ন্যায় বিচার চেয়ে আগামী ৯ আগস্ট মেয়ের হত্যার বর্ষপূর্তির দিন নবান্ন চলো ডাক দিলেন সেই নিহত ছাত্রীর পরিবার। সরকারকে বুঝিয়ে দিতে ১৪ আগস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছেন ছাত্রীর বাবা-মা।
শনিবার সন্ধ্যায় নিহত ছাত্রীর বাবা জানান ‘আমার মেয়ে সরকারি কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের সে প্রকার পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠানে তার নির্মম পরিণতি হয়েছে। তাই পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য সচিব কখনই এই দায় ঘাট থেকে নামাতে পারেন না। তাই আমরা ঠিক করেছি যেহেতু আমরা মেয়ের মৃত্যুর ন্যায়বিচার পাইনি তাই ন্যায়বিচার দাবী করে আগামী ৯ আগস্ট মেয়ের মৃত্যুর বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমাজের বিভিন্ন পেশা পেশির মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং ১৪ আগস্ট যেরকম কোটি কোটি মানুষ রাত দখল করতে রাস্তায় নেমেছিল আমি বলব এই সমাজকে পরিবর্তন করতে ঠিক সেভাবেই সবাই যেন রাস্তায় নামেন এবং রাত দখলের দিন টা পুনরায় পালিত হয়। সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তারা অন্যায় করছে।’
সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানিয়ে নিহত ছাত্রীর বাবা বলেন ‘সংবাদ মাধ্যমের কারণে আমরা এগিয়ে যেতে পারছি। যতদিন আমরা ন্যায় বিচার না পাই আমরা সংবাদ মাধ্যমকে বলবো তারা যেন আমাদের পাশে থাকে।’
তার অভিমত ‘আমরা যদি সরকারের উপর চাপ না রাখি তবে কসবা আইন কলেজের মতো ঘটনা ঘটতেই থাকবে। কারণ সরকার নিজের জায়গাটা নিজের কর্মকাণ্ড ঠিক রাখছে না করতে পারছে না। একজন মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেন তিনি সরকারি কর্মচারী ছাড়া কিছুই নয়। কিন্তু তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতা ভোগ করছেন সেই সাথে তার অপব্যবহারও করছেন। তাই আন্দোলনের মাধ্যমেই তাকে বুঝিয়ে দিতে হবে।’