রাস্তায় শুধুমাত্র জরিমানা নয়, সচেতনতার আলো ছড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। “পুলিশ থেকে বাঁচার জন্য নয়, পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার জন্য হেলমেট” — এই বার্তাকে সামনে রেখে ডালখোলা থানার উদ্যোগে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতামূলক শিবির।সোমবার কর্মসূচির অংশ হিসেবে ডালখোলা থানার চত্বরে বাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। প্রায় ৫০ জন বাইক আরোহী এই সুযোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা থানার ওসি দিব্যেন্দু দাস, ডালখোলা সি.আই বারুন সেট এবং ডালখোলা ট্রাফিক ওসি ভোজন টুডু।এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র আইন মানার বার্তা নয়, বরং প্রতিটি পরিবারের নিরাপত্তা ও ভালোবাসার গুরুত্বও তুলে ধরা হয়েছে। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
