মমতা ব্যানার্জীকে বিজেপির দালাল বললেন অধীর চৌধুরী

মমতা ব্যানার্জীকে বিজেপির দালাল বললেন অধীর চৌধুরী

Reported By:- Binoy Roy

১০ই জুলাই ২০২৫, বহরমপুর: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “শহরে গাছ কাটার নামে চলছেই লুটপাট। পৌর কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু লুটতেই ব্যস্ত। শহরের বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারের নামে এবং বিদ্যুৎ দপ্তরের কাজের অছিলায় গাছ কাটা হচ্ছে।” তিনি আরও বলেন, “এই শহরে গোটা শহর জুড়ে জলাবদ্ধতা চলছে, আর পরিবেশ বিপন্ন হচ্ছে। আমি মনে করি, এই শহরে মানুষের বসবাস করার উপযুক্ত পরিবেশ আর নেই। সরকার যেভাবে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে, মানুষের কাছে তাদের কোনও জবাবদিহি নেই।”অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট করে বলেন যে, বর্তমান সরকারের অসংখ্য দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে জনগণের ভোটে জয়ী না হওয়ায় তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। “এখন তারা যা খুশি তাই করছে, কারণ তাদের জবাবদিহির কোনও চাপ নেই,” বলেন তিনি।এদিকে, স্থানীয় সিপিএম নেতা মাজেদুর রহমানও এ বিষয়ে মন্তব্য করেন এবং বলেন, “তৃণমূল বিজেপির দালালি করছে, আর তাই তারা পদক্ষেপ নিতে চায়।” তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।এছাড়া, সাংবাদিক বৈঠকে উপস্থিত পুলিশের আইসি অসীম গোপও বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

error: Content is protected !!