বিশ্ব দাবায় অনূর্ধ্ব-১০ বিভাগে সর্বার্থের অসামান্য সাফল্য

বিশ্ব দাবায় অনূর্ধ্ব-১০ বিভাগে সর্বার্থের অসামান্য সাফল্য

Reported BY:-

কলকাতা, ১১ জুলাই ২০২৫ — বাবা-মা দুজনেই চিকিৎসক হয়ে, একমাত্র সন্তান হিসেবে খুদে প্রতিভা সর্বার্থ মানি দাবার দুনিয়ায় এক নতুন ইতিহাস রচনা করেছে। মাত্র ১০ বছর বয়সে সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ বিভাগে সোনা জিতে দেশে ফিরেছে। এই অসাধারণ সাফল্যের জন্য শুক্রবার ধানুকা দিব্যেন্দু বড়ুয়া দাবা একাডেমিতে তাকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার খ্যাতনামা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং একাডেমির অন্যতম কর্ণধার অশোক ধণুকা, যাঁরা সর্বার্থের হাতে সংবর্ধনা তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।সর্বার্থর মা স্বর্ণালী মানি জানান, “ছেলের প্রথম জন্মদিনেই ওর ঠাকুরদা একটি দাবার বোর্ড উপহার দিয়েছিলেন। তখন থেকেই দাবার প্রতি তার আকর্ষণ শুরু হয়েছে। বিশ্বনাথন আনন্দের অনুরাগী আমার ছেলে ছোট থেকেই দাবা খেলতে ভালোবাসে। মাত্র চার বছর বয়স থেকে তার প্রশিক্ষণ শুরু হয়েছে।”অশোক ধণুকা জানিয়েছেন, “আমরা শুধু দাবাই নয়, বাংলার খেলাধুলার সার্বিক উন্নতির লক্ষ্যে এগোচ্ছি। রাজারহাটে একটি অত্যাধুনিক টেবিল টেনিস একাডেমিও তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, ভালো পরিবার সাপোর্ট পেলে প্রতিটি খুদে খেলোয়াড়ই বিশ্ব জয় করতে পারে।”

এই কৃতিত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ধানুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া দাবা একাডেমিতে আয়োজিত হয় একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে সব উপস্থিত দর্শক সর্বার্থের সফলতার কাহিনি শুনে হাততালিতে ফেটে পড়েন।সর্বার্থর এই সাফল্য নিঃসন্দেহে দেশের ক্রীড়াজগতের জন্য একটি বড় অনুপ্রেরণা। তার মতো শিশুদের সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতায় অসম্ভবও সম্ভব।

Leave a Reply

error: Content is protected !!