তবে রাজ্যে সরকারের নির্দেশ অনুযায়ী পাড়ায় শিক্ষালয় প্রকল্প পর বুধবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হল প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন। বুধবার মুর্শিদাবাদ জেলার ৩১৮৭টি বিদ্যালয়ে চালু হল এই পাড়ায় বিদ্যালয়। দীর্ঘদিন পর স্কুল চালু হতেই খুশি ছাত্র ও ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা সকলেই। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গোপাল ভাঁড় তারা ফুল কোথাও চকোলেট দিয়ে অর্ভথনা জানানো হল খুদে পড়ুয়াদের। আর বাড়িতে নয়, এবার বিদ্যালয়ে পঠন পাঠন হবে। খুশি ছাত্র ও ছাত্রীরা ।আবার ফিরল স্কুলের সেই চেনা ছন্দ। চেনা কোলাহল, যার ফলে উপকৃত হবেন ছাত্র ও ছাত্রীরা।