Reported BY:- অভিজিৎ হাজরা , আমতা , হাওড়া
গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে , তরুণোদয় ফাউন্ডেশনের স্বপ্নের কর্মসূচি উদ্গম-২ এর কর্মসূচি অনুষ্ঠিত হলো । এই কর্মসূচির মূল লক্ষ্য স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া এবং তারপর তাদের প্রত্যেককে একটি করে গাছ উপহার দেওয়া । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধানসভার গাজীপুর বালিকা বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রথমে তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, হাওড়া জেলা ও বাগনান হিউম্যান অ্যানিমাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি এর সহযোগিতায় একটি বন্যপ্রাণ সচেতনতা শিবির এর আয়োজন করা হয় ।এই শিবিরে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী এবং বন্যপ্রানী সংরক্ষক চিত্রক প্রামাণিক ।এরপর তরুণোদয় ফাউন্ডেশনের উদ্গম-২ কর্মসূচীর মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া হয় এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে ফলের চারাগাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয় ।
এই প্রসঙ্গে তরুণোদয় ফাউন্ডেশন এর কর্ণধার তুষার পাঠক বলেন , ” গত বছর উদ্গম-১ কর্মসূচীর মধ্যে দিয়ে তরুণোদয় ফাউন্ডেশনে গোটা উদয়নারায়নপুর ব্লকের ১১ টি স্কুলের ১৫০০ ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে ১৫০০ টি নতুন গাছ তৈরি করেছিল । এবছর আমাদের এই কর্মসূচি গোটা হাওড়া জেলা জুড়ে আমরা পালন করবো। আমাদের সংকল্প এবারে সমগ্র হাওড়া জেলা জুড়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে ২০০০ টি গাছ তৈরি করার “। তরুণোদয় ফাউন্ডেশন এক্ষেত্রে বৃক্ষ প্রদান, রোপণের পাশাপাশি বৃক্ষ পরিচর্যার ওপর বিশেষ করে জোর দিয়েছে । এই অনুষ্ঠানে গাজীপুর বালিকা বিদ্যালয়ের ৩০০ ছাত্রীর হাতে ফলের চারাগাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল , হাওড়া জেলা বন বিভাগের বিভিন্ন কর্মী মাইতি সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক বৃন্দ।