Reported By:- MD Jakaria
রবিবার সকাল থেকেই ইটাহারের রাজপথে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তৃণমূলের রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি ইটাহার বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মানুষের হাতে ছিল প্ল্যাকার্ড, আর গলায় ছিল প্রতিবাদী স্লোগান—“বাংলা ভাষার অপমান চলবে না!” এই আন্দোলনে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও মহিলাদের পাশাপাশি হাজার হাজার তৃণমূল কর্মী।বিধায়ক মোসারাফ হুসেন বলেন, “বাংলা ভাষা কেবল আমাদের মায়ের ভাষা নয়, এটি আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। বিজেপি যেভাবে বাংলার সংস্কৃতি ও ভাষাকে অবমূল্যায়ন করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই অপমানের জবাব রাজপথে দেব।”এছাড়া, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতা আব্দুস সাকির জানান, বিজেপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাভাষীদের ওপর নিপীড়ন চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিজেপি সরকারের নানা নীতির কারণে বাংলাভাষী বিভিন্ন সম্প্রদায় বিপদে পড়েছে।এভাবে, ইটাহারের এই প্রতিবাদ মিছিল বাংলাভাষীদের প্রতি অসম্মানের বিরুদ্ধে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে রয়ে যাবে, যা ভবিষ্যতে ভাষাগত স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে।