বাংলার অগ্নিকন্যা, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, শিবপুর বিধানসভা কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় ও স্থানীয় নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছে বিপর্যস্ত এলাকার মানুষের জন্য।অতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কোনা ভুত বাগান, কোনা পিয়ারা বাগান, কোনা বাজার এবং রেল লাইনের ধারস্থ চাল পট্টি অঞ্চলে প্রায় ২০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার ও জরুরী ঔষধ বিতরণ করা হয়েছে।শিবপুরের তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের মধ্যে ছিলেন কার্তিক ঘোষ, অমিত বিশ্বাস, সুকুমার শাসমল এবং বাপি মন্ডল। তারা এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে একত্রে এই মানবিক কাজটি সম্পন্ন করেন।