উত্তমকুমারের অজানা অধ্যায়: মহানায়কের স্মৃতিচারণ

উত্তমকুমারের অজানা অধ্যায়: মহানায়কের স্মৃতিচারণ

Reported By:- News Desk

কলকাতা, ৩১ জুলাই: উত্তমকুমারের স্মৃতি আজও বাঙালির হৃদয়ে চিরভাস্বর। ৪৬ বছর আগে প্রয়াত হলেও তাঁর জীবন, কর্ম ও ব্যক্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল কখনো কমেনি। সম্প্রতি “রকমারি” পত্রিকার নতুন সংখ্যা “মহানায়ক” উদ্বোধন করা হলো, যেখানে উত্তমকুমারের জীবন ও কর্মের নানা অজানা দিক তুলে ধরা হয়েছে।এই আয়োজনের সাক্ষী ছিলেন বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ ড. শঙ্কর ঘোষ, গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন, কবি দেবযানী বসু কুমার, এবং অন্যান্য শিল্পী ও সাহিত্যিকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যা ছিল উত্তমকুমারের প্রয়াণ দিবসে একটি বিশেষ সম্মান।পত্রিকার সম্পাদক সৈকত হালদার জানালেন, “মহানায়ক” সংখ্যায় উত্তমকুমারের স্মৃতিচারণ করেছেন প্রখ্যাত শিল্পীরা। এতে উল্লেখযোগ্য হলেন অভিনেত্রী মাধবী মুখার্জি, কল্যাণী মন্ডল, এবং অভিনেতা ভাস্কর ব্যানার্জি। এছাড়াও, চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী ও শিক্ষাবিদ অধ্যাপক প্রবীর কুমার দে বিষয়টি নিয়ে আলোচনা করেন।এই সংখ্যার বিশেষ আকর্ষণ হল উত্তমকুমারের প্রিয় ছবি নিয়ে বিভিন্ন শিল্পীর নিজস্ব অনুভূতি। তারা জানিয়েছেন, স্বপ্নে যদি উত্তমকুমারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেতেন, তবে কোন চরিত্র বেছে নিতেন। পত্রিকার শেষে উত্তমকুমারের চলচ্চিত্রপঞ্জি সংকলিত হয়েছে, যা পাঠকদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ হিসেবে কাজ করবে।”মহানায়ক” সংখ্যা প্রকাশের মাধ্যমে উত্তমকুমারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর অবদানকে স্মরণ করা হয়েছে, যা ভবিষ্যতের জন্যও এক অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

error: Content is protected !!