বামনগাছি গণপতি সঙ্ঘের মানবতার হাত বাড়ানো “সন্তোষ মুখিয়ার স্মৃতিতে চালু হলো খাদ্য বিতরণ কর্মসূচি”

বামনগাছি গণপতি সঙ্ঘের মানবতার হাত বাড়ানো “সন্তোষ মুখিয়ার স্মৃতিতে চালু হলো খাদ্য বিতরণ কর্মসূচি”

Reported By News Desk

বামনগাছিতে গত তিন দিন ধরে খাদ্য বিতরণ কর্মসূচি চলমান আছে, যা বামনগাছি গণপতি সঙ্ঘের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের পিছনে রয়েছেন সন্তোষ মুখিয়া, যিনি এই সেবামূলক উদ্যোগের প্রবর্তক ছিলেন। তাঁর মৃত্যুতে, স্থানীয় যুবকরা মিলে এই উদ্যোগটিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম দিন মুড়ি, চানাচুর, বিস্কুট এবং দুধ বিতরণ করা হয়। এরপর আজ, স্থানীয়দের জন্য খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়েছে। আগামীকালও আরও একটি খাদ্য বিতরণ প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে।

এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বামনগাছি গণপতি সঙ্ঘ স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যুবকদের এই উদ্যোগ শুধু খাদ্য সরবরাহই করছে না, বরং সমাজে একতার বন্ধন ও সহযোগিতার সূচনা করছে। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করছেন এবং তাদের মধ্যে আনন্দ এবং কৃতজ্ঞতা তৈরি হয়েছে।

বামনগাছি গণপতি সঙ্ঘের এই কর্মসূচি নতুন প্রেরণা নিয়ে এসেছে এবং আগামী দিনেও তারা এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!