Reported By:- Manoj Das
পশ্চিমবঙ্গের সিপিআইএমের প্রাক্তন পরিবহন ও যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ১৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ পানিহাটি লোকসংস্কৃতি ভবনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎবরণ তরফদার এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস।স্মরণ সভায় প্রধান আলোচকের ভূমিকা পালন করেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, যিনি চক্রবর্তীর আদর্শের উপর আলোকপাত করেন। তিনি বলেন, “আজকের এই অশান্ত সময়ে আমাদের সুভাষ চক্রবর্তীর মত নেতাদের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের সংকট মোকাবিলা করতে হবে।”অনুষ্ঠানে ডাক্তার তমনাস চৌধুরী, সৃজন ভট্টাচার্য এবং বিশিষ্ট মিউজিক ডাইরেক্টর কল্যাণ সেন বরাটসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের ইতিহাস ও তাঁর অবদানের কথা স্মরণ করেন।সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় যুবসমাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা জোর দেন যে, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।শেষে, সুভাষ চক্রবর্তীর সহধর্মিনী রমলা চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে এই মহৎ নেতাকে স্মরণ করেন। অনুষ্ঠানটি সিপিআইএম কর্মী ও সমর্থকদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে, যেখানে সকলে একত্রে চক্রবর্তীর স্মৃতিতে সম্মান জানান।