Reported By:- News Desk
২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এই বিশেষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসংস্থার ১ নং ওয়ার্ডের পৌরপিতা কার্তিক মান্না ও সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুবোধ দত্ত চৌধুরী।এই অনুষ্ঠানটি ছিল একটি আবেগপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত, যেখানে কবিগুরুর সাহিত্যকর্ম ও তাঁর অবদানের স্মরণ করা হয়। শিক্ষামন্ত্রীর বক্তৃতায় তিনি বলেন, “রবীন্দ্রনাথ আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম স্তম্ভ, এবং তাঁর কাজ আমাদের প্রেরণা দেয়।”অনুষ্ঠানে পক্ষ থেকে কবিগুরুর কৃতিত্ব ও সৃষ্টির প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা কবিগুরুর কিছু জনপ্রিয় কবিতা পাঠ করেন এবং সংগীত পরিবেশন করেন।এভাবে, আজকের দিনটি শুধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো নয়, বরং আগামী প্রজন্মের জন্য রবি ঠাকুরের আদর্শ ও দর্শনকে আরও প্রসারিত করার একটি উপায়।