সাগরদিঘি কাবিলপুরে বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ

সাগরদিঘি কাবিলপুরে বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি কাবিলপুর এলাকায় ক্ষুব্ধ বাসিন্দারা আজ বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তারা এসময় রাস্তা অবরোধও করেন, যার ফলে এলাকার যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রায় ৯ কিমি দীর্ঘ বালিয়া থেকে ডিহিবরজ পর্যন্ত রাস্তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।এলাকাবাসীরা বলেন, “আমরা বহুবার আমাদের সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। জনপ্রতিনিধিরা আমাদের কথা শুনলেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না।” তাদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।এলাকার রাস্তার অবহেলাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, প্রশাসন তাদের দাবি গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

error: Content is protected !!