“রনি রায় ও পিংকি রায় স্মৃতি স্কলারশিপ ২০২৫”- প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ১৭ ই আগস্ট ২০২৫ সন্ধ্যায়। এই বছরে এই গৌরবজনক স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে মানিক তলার মেধাবী ছাত্র অর্পণ রায়। এছাড়াও এই স্কলারশিপ প্রদান করা হয় মোট ৪০ জন ছাত্রছাত্রীকে কে। প্রদান করেন কুনাল ঘোষ,অনুপম হালদার, সঞ্জয় রায়, রাজীব জাসওয়াল, অরূপ চক্রবর্তী, সহ উজ্জ্বলতম ব্যক্তিগণ ।
এই প্রসঙ্গে উপস্থিত অনুপম হালদার বলেন প্রতিবছর বৃন্দাবন মাতৃমন্দির পুজো কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকি। তাদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।