বিনামূল্যের স্বাস্থ্য শিবির: হিন্দু সৎকার সমিতির নতুন উদ্যোগ

বিনামূল্যের স্বাস্থ্য শিবির: হিন্দু সৎকার সমিতির নতুন উদ্যোগ

Reported By:- News Desk

আজ ২০ আগস্ট ২০২৫, ‘হিন্দু সৎকার সমিতি’র দ্বিতীয় বর্ষের বিনামূল্যের স্বাস্থ্য শিবির পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবার সুযোগ নিয়ে এসেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাঃ শশী পাঁজা, অস্ট্রেলিয়ান দূতাবাসের উপ মুখ্য কনসাল জেনারেল কেভিন গো এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন আবগারি বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

এই স্বাস্থ্য শিবিরটি ‘সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন’ এবং ‘সুশ্রুত আই ফাউণ্ডেশন অ্যাণ্ড রিসার্চ সেন্টার’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এটি প্রয়াত রীতা দে-র স্মরণে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের নরনারীদের সহায়তার লক্ষ্যে সংগঠিত করা হয়েছিল।

অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় জানিয়েছেন, “আজকের স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষাসহ বিভিন্ন প্রকারের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।” এই ধরনের উদ্যোগগুলি প্রত্যেক বছর সমাজের জন্য প্রশংসার দাবী রাখে।

এছাড়া অনুষ্ঠানে হিন্দু সৎকার সমিতির তরফে শম্ভুনাথ গাঙ্গুলী, সন্দীপ মুখোপাধ্যায়, সঞ্জয় বক্সি, স্মিতা বকসী, মোঃ জসিমুদ্দিন, বাবলু ব্যানার্জি, সাধনা বোস, ডাঃ অম্লান সাহা, সঞ্জীব আচার্য, চন্দন ঘোষ, সব্যসাচী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্বাস্থ্য শিবিরটি সফলভাবে সম্পন্ন হওয়ার কারণে ইতিবাচক পরিবর্তনের সূচনা হল, যা সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Leave a Reply

error: Content is protected !!