গণেশ চতুর্থী উপলক্ষে এবছর ৬৭, কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো পা দিল ১৫ বছরে। চার দিনব্যাপী এই উৎসবে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনা। এলাকায় উৎসবমুখর পরিবেশে আজ ছিল উদ্বোধনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা — বিধায়ক অশোক দেব, সাধনা বোস, বিশ্বরূপ দে, পিয়াল চৌধুরী, সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, বুলবুল সাউ, বিকাশ জয়সওয়াল, প্রিয়াংঙ্কু পান্ডে, সাগর দাস, মণীশ সাউ, পঙ্কজ বার্নেবাল এবং সানি গুপ্তা।ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এই পুজো আজ এক বিশেষ পরিচিতি লাভ করেছে। আগামী দিনেও সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণেশ পুজো আরও বৃহত্তর রূপ পাবে বলে আশাবাদি তাঁরা।
