গঙ্গাধারী গ্রামের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

গঙ্গাধারী গ্রামের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

Reported By Binoy Roy

হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী গ্রামের পরিযায়ী শ্রমিক কামাল হাসান শেখ ওরফে পাপন শেখের বয়স ৩২ বছর। উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় নদীয়া জেলার কৃষ্ণনগর বাহাদুরপুর এলাকায় ঘটে দুর্ঘটনা। দীর্ঘ দুইদিন তল্লাশির পর রবিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গঙ্গাধারী গ্রামে যান কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

error: Content is protected !!