ডোমকল থানার বিশেষ উদ্যোগ: মুক ও বধির দেবশিশুদের জন্য দুর্গাপূজা পরিক্রমা

ডোমকল থানার বিশেষ উদ্যোগ: মুক ও বধির দেবশিশুদের জন্য দুর্গাপূজা পরিক্রমা

Reported By:- Masud Rana

ডোমকল থানার উদ্যোগে সপ্তমী উপলক্ষে একটি অনন্য কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে মুক ও বধির দেবশিশুরা অংশগ্রহণ করে দুর্গাপূজার আনন্দে মেতে ওঠে। ষষ্ঠীর দিন, ডোমকল মহকুমায় পুলিশ বিভাগের নেতৃত্বে এই বিশেষ পরিক্রমা অনুষ্ঠিত হয়। ডোমকল SDPO শুভম বাজাজ (আইপিএস) এবং থানার আইসি পার্থসারথি মজুমদার শিশুদের নিয়ে শহরের বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেল পরিদর্শন করেন।এই স্বতন্ত্র উদ্যোগে সহযোগিতা করে ‘উদয়ের পথে’ নামক একটি বেসরকারি সংস্থা। এলাকার সমাজসেবীরা ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন শিশুদের আনন্দদায়ক মুহূর্তকে আরও উজ্জ্বল করতে। তাদের সহায়তায়, দেবশিশুরা প্যান্ডেলগুলিতে ঠাকুর দর্শন করে খুশিতে ভরে ওঠে, যা সকলের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেয়।ডোমকল থানার এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনগণ মনে করেন, এই ধরনের মানবিক উদ্যোগ দুর্গোৎসবের সার্বজনীনতাকে আরও শক্তিশালী করে। সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দিয়ে, দুর্গোৎসবের প্রকৃত অর্থকে প্রতিষ্ঠা করল এই বিশেষ কর্মসূচি।

Leave a Reply

Translate »
error: Content is protected !!