REPORTED BY:- BONOY RPY
সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরে পৌরসভার নির্বাচনে ছাপ্পা ভোট ও সন্ত্রাস রিগিং এর প্রতিবাদ জানিয়ে এই ধিক্কার মিছিল করা হল বহরমপুর শহর জুড়ে ।পরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা শাসকের কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ দেখান হয়। এবং মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী কাছে স্মারকলিপি জমা দিতে গেলে ধস্তাধস্তি করা হয় পুলিশের সাথে। বেশ কিছু ক্ষন চলে বিক্ষোভ।