REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে কংগ্রেস দল ।কংগ্রেস কর্মী থেকে এজেন্ট এবং প্রার্থীদের কে মারধর করা হয়। পথে নামেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।অধীর চৌধুরী মাঠে নামলে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের পক্ষ থেকে। রাজ্য জুড়ে সন্ত্রাস তার প্রতিবাদ জানিয়ে বহরমপুর শহর জুড়ে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ।অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ স্হানীয় কংগ্রেস নেতৃত্বরা । সোমবার সন্ধ্যায় বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল শুরু করে বহরমপুর শহর পরিক্রমা করে ।