Skip to content
গণতন্ত্র সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ

গণতন্ত্র সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ

REPORTED BY:- BINOY ROY

গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ।আর সেই দেশেই গণতন্ত্র সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে ভয়াবহ অভিযোগ ধুলিয়ান পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ।
ধুলিয়ান পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের ভোট দিতে না পেয়ে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েছেন, প্রায় শতাধিক ভোটাররা ভোট দিতে না পেয়ে বিক্ষোভ পুনরায় ভোট গ্রহণের দাবি করছেন ধুলিয়ান পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।


ধুলিয়ান পুরসভার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। এবার আবার ভয়াবহ অভিযোগ উঠল ধুলিয়ান পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে। ভোট না দিয়েও ভোট দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল 58 নম্বর বুথে। 16 নম্বর ওয়ার্ডে মোট ভোটার প্রায় 4200, যেখানে মোট পোলিং হয়েছে 2731, তৃণমূল কংগ্রেস এর প্রাপ্ত ভোট 1777, কংগ্রেসের প্রাপ্ত ভোট 900. যেখানে 58 নম্বর বুথে ভোট পোলিং হয়েছে 621, কিন্তু 58 নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার অভিযোগ তারা ভোটে অংশগ্রহণ করতে পারেননি, নেই আঙুলে ভোট দেওয়ার চিহ্ন। তবে কি করে তাদের ভোট হয়ে গেল। এ বিষয়ে প্রশাসনের ও ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় কংগ্রেস।

Leave a Reply

error: Content is protected !!