Skip to content
গিফ্ট ডিজাইন অ্যাকাডেমি – এক্সপ্লোডিয়া 2022 “দ্য মুড অফ ইন্ডিয়া”

গিফ্ট ডিজাইন অ্যাকাডেমি – এক্সপ্লোডিয়া 2022 “দ্য মুড অফ ইন্ডিয়া”

Reported By Mahatab Chowdhury
সম্প্রতি অনুষ্ঠিত হল গিফ্ট ডিজাইন অ্যাকাডেমি - এক্সপ্লোডিয়া 2022। ৫ই মার্চ রাজারহাটের ক্লাব ইকোভিস্তায় "দ্য মুড অফ ইন্ডিয়া" শীর্ষক এই ফ্যাশন শো'র শুরুতেই সম্মান জানানো হয় প্রয়াত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত ,লতা মঙ্গেশকর ,বাপ্পি লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে।১৯৯৯ সালে তৈরি হয় ফ্যাশন ও সেই সম্পর্কিত ভবিষ্যৎ পরিকল্পনার এই প্রতিষ্ঠান ।দীর্ঘ কোভিড পরিস্থিতির পর এটিই এই প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান।এই ফ্যাশন শো'তে ভারতীয় ঐতিহ্যের নানান দিক যেমন পালকি ,টেরাকোটা ,সাত চক্র ইত্যাদি থিম নিয়ে কাজ করা হয়েছে।
গিফট ডিজাইন অ্যাকাডেমি শুধুমাত্র একটি ফ্যাশন কোর্স করানোর ইনস্টিটিউশন নয় ,এখানের ছাত্রছাত্রীদের প্রফেশনাল ,ইন্টেলেকচুয়াল ,মর‍্যালিটির শিক্ষায় একজন সম্পূর্ন মানুষ হিসেবে গড়ে তোলা হয় যাতে তারা ফ্যাশন বা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করতে পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটার মাননীয় অশোক মালহোত্রা।এছাড়াও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী ,রিমি নায়েক ,চলচ্চিত্র পরিচালক রাজ প্রাসাদ মুখার্জি , এনআইএফটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিস রাধিকা কিশোরপুরিয়া সহ আরও বিশিষ্টজনেরা।

Leave a Reply

error: Content is protected !!