REPORED BY:-BINOY ROY
চার রাজ্যে বিজেপির পদ্ম ফুল ফুটেছে। পুনরায় উত্তর প্রদেশের মসনদে বসেছে গেরুয়া শিবির বিজেপি ।তাই এবার বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে বিজয় উৎসব পালন করল বিজেপি নেতৃত্বরা। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই বিজয় উৎসব পালন করা হয়। গেরুয়া আবির নিয়ে উচ্ছাস মেতে ওঠেন বিজেপি কর্মী ও সমর্থকেরা ।