Skip to content
ইচ্ছেশক্তি প্রতিটি মানুষকে নিয়ে যায় সাফল্যের এক নতুন সরণিতে

ইচ্ছেশক্তি প্রতিটি মানুষকে নিয়ে যায় সাফল্যের এক নতুন সরণিতে

Reported By Mrithynjoy Roy
১১ই মার্চ গ্যালারী গোল্ড হয়ে গেল চিত্র প্রদর্শনী, ইচ্ছেশক্তি প্রতিটি মানুষকে নিয়ে যায় সাফল্যের এক নতুন সরণিতে। ইচ্ছেশক্তির জোরে মানুষ সব বাধাকে অতিক্রম করে পৌঁছে গেছে খ্যাতির চূড়ায়। এই স্বপ্ন দেখেছিলেন তিন চিত্রশিল্পী শ্রাবণী রায়, কাবেরী দাশগুপ্ত ও সুদেষ্ণা ব্যানার্জি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তারা চেয়েছিলেন তাদের আঁকা ছবি স্থান পাবে কলকাতার বিভিন্ন আর্ট গ্যালারিতে। অবশেষে স্বপ্নপূরণ হলো তাদের। দ: কলকাতার গ্যালারি গোল্ডে তিন দিন ব্যাপী হয়ে গেল আর্ট এক্সিবিশন খোয়াইস ২০২২। মোনোক্রোম প্যালেট, লেন্ডস্কেপ প্যালেটে আঁকা ছবি থেকে শুরু করে ক্যামেরায় তোলা বিভিন্ন চিত্রগ্রাহকের ছবি মিলিয়ে প্রায় শতাধিক ছবি স্থান পেয়েছে এক্সিবিশনে। এক্সিবিশনের প্রথম দিন বিশিষ্ট সঞ্চালিকা রিনি-র হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা হয় এই আর্ট এক্সিবিশনের। শিল্পীদের আশা সংসারের কর্মব্যস্ততাকে কিছুটা দূরে সরিয়ে রেখে তাদের শিল্পীমন যে রং তুলি ধরেছে তা সমাজের প্রতিটি মানুষের কাছেই খুবই সাধুবাদ অর্জন করবে।

Leave a Reply

error: Content is protected !!