Reported By Mahatab Chowdhury
17/3/2022-অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর কারেকশনাল হোম এর রেক্রিয়েশনাল ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। রক্ত- এটাই জীবনের মূল উৎস। সম্প্রীতি মুর্শিদাবাদ তথা বহরমপুরে এক বিপুল রক্তের আকাল দেখা দিয়েছে শুধু তাই নয় গোটা রাজ্যে এর প্রকোপ অনেকটাই। সেই রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যে বহরমপুর কারেকশনাল হোম এর রিক্রিয়েশন ক্লাব এর মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। এই রক্তদান শিবির এ সহযোগিতা করেছে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ব্রতচারী সংস্থা ও নেহেরু যুব কেন্দ্র। বহরমপুর রেক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে একটি করে পরিবেশ বন্ধনের জন্য গাছ উপহার দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বেরা , ডঃ এ.এন রায়, নেহেরু যুব কেন্দ্র প্রধান দিনোবন্ধু সাহ্ শিক্ষক মহাশয় হুমায়ুন কোবীর, বর্ণালী ভৌমিক , ডঃ আরএস প্রসাদ রবি ও আরও বিশিষ্টজনেরা।