REPORTED BY:-BINOY ROY
বিক্ষোভ মিছিল বহরমপুরে
আনিশ খান ও তপন কান্দুর হত্যার সিবিআই তদন্তের দাবিতে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের ছাত্র পরিষদ অফিস থেকে ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আনিশ খান হত্যা ও কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার সিবিআই তদন্তের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল।