ই-রিকশা ও টোটোর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর দাবি | CITU-র হুঁশিয়ারি

ই-রিকশা ও টোটোর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর দাবি | CITU-র হুঁশিয়ারি

Reported By:- Binoy Roy

ই-রিকশা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার প্রতিবাদে সরব হলো CITU। মঙ্গলবার জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে সংগঠনের পক্ষ থেকে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়ায় গতি আনার দাবি জানানো হয়।

সংগঠনের নেতাদের অভিযোগ, বর্তমানে যে ধীর গতিতে ই-রিকশা ও টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, তাতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত চালকের পক্ষে আবেদন সম্পূর্ণ করা কার্যত অসম্ভব। এর ফলে বহু চালক ভবিষ্যতে আইনি ও প্রশাসনিক সমস্যার মুখে পড়তে পারেন।

CITU নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, রেজিস্ট্রেশনের নামে আগামী দিনে যদি টোটো চালকদের উপর পুলিশি হয়রানি, জরিমানা বা জুলুম চালানো হয়, তবে সংগঠন তা মেনে নেবে না। চালকদের স্বার্থে প্রয়োজনে জেলাজুড়ে তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিআইটিইউ।

সংগঠনের দাবি, ই-রিকশা ও টোটো চালকরা পরিবহণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের রুটি-রুজির সঙ্গে যুক্ত এই সমস্যার দ্রুত ও মানবিক সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছে সংগঠন।

Leave a Reply

Translate »
error: Content is protected !!