মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল জে ইউ পি (JUP) গঠনের পর শুক্রবার প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হলো। উল্লেখযোগ্যভাবে, বাবরি মসজিদ শিলান্যাসের পর এটি ছিল তৃতীয় জুম্মার নামাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের তুলনায় শুক্রবারের জুম্মার নামাজে মুসল্লিদের সংখ্যা কিছুটা কম ছিল বলে অনেকেই মনে করছেন। তবে এই দাবি মানতে নারাজ হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, আজকের দিনেও বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ জুম্মার নামাজে উপস্থিত ছিলেন।
নতুন রাজনৈতিক দল গঠনের পর এই প্রথম জুম্মার নামাজে স্বয়ং উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর। তাঁর উপস্থিতিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, JUP গঠনের পর ধর্মীয় জমায়েতের উপস্থিতি ও প্রতিক্রিয়া ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর ধর্ম ও রাজনীতির সংযোগ নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।