REPORTED BY:- MASUD RANA
জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ সান্যাল ও নার্সিং শাখার আধিকারিকগণ। এদিন নার্সিং স্কুলের পরিকাঠামো সহ পঠনপাঠনের মান কেমন হচ্ছে তাও খতিয়ে দেখেন। এছাড়া, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নার্সদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়েও তদন্ত করেন। এবিষয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার সায়ন দাস কী বললেন চলুন শুনেনি।