SIR হিয়ারিংয়ের নামে ভোটার হয়রানির অভিযোগ | Samserganj BDO Office Protest

SIR হিয়ারিংয়ের নামে ভোটার হয়রানির অভিযোগ | Samserganj BDO Office Protest

SIR-এর নামে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সামসেরগঞ্জ বিডিও অফিসে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস চত্বরে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে শামিল হন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভকে ঘিরে প্রশাসনিক চত্বরে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও হইচই।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, SIR হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেই সংক্রান্ত কোনও স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট (BLA) উপস্থিত না থাকলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে যাঁদের SIR হিয়ারিং করা হবে তাঁদের নামের একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে এবং প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। প্রশাসনের তরফে দ্রুত কোনও পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেয় শাসক দল।

Leave a Reply

Translate »
error: Content is protected !!