সোমবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে অশ্মীভূত হয়ে গেল উত্তর দমদম পৌর বাজার, যা যদু বাবুর বাজার নামে পরিচিত। বিরাটি রেলওয়ে স্টেশনের নিকট অবস্থিত এই বাজারে প্রায় ১৯০টি দোকান ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাজারই পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার প্রায় আট ঘণ্টা পরেও বাজারের বিভিন্ন অংশে পকেট ফায়ার দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন নিরন্তর কাজ করে চলেছে। আগুনের ভয়াবহতায় দোকানদাররা কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন। অসহায় অবস্থায় অনেকেই পুড়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন।
স্থানীয় নিমতা থানা ও উত্তর দমদম পৌরসভার উদ্যোগে পুড়ে যাওয়া সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ চলছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন পৌর প্রধান। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন পৌর পরিষদ সদস্য ও স্থানীয় কাউন্সিলররাও।
উল্লেখ্য, ১৯৮৪ সালে এই বাজারটি গড়ে উঠেছিল। প্রায় ২৫ বছর আগে একবার এই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার দ্বিতীয়বারের মতো এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল যদু বাবুর বাজার। উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারটি সম্পূর্ণরূপে নতুন করে আধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হবে। নতুন বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থা, জঞ্জাল অপসারণসহ আধুনিক সব পরিকাঠামো থাকবে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত দোকানদাররা তাঁদের পুড়ে যাওয়া দোকান থেকে সামান্য যা অবশিষ্ট রয়েছে তা সংগ্রহ করার চেষ্টা করছেন। গোটা ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে।