REPORTED BY:- BINOY ROY
মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে আইন অমান্য কর্মসূচি পালন করা হল। আগামী ২৮ ও ২৯ তারিখ দেশ ব্যাপি সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে। পাশাপাশি আনিস খানের রহস্যজনক মৃত্যু প্রতিবাদে ও রাজ্য জুড়ে অরাজকতা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বহরমপুরে আইন অমান্য কর্মসূচি পালন করা হল মঙ্গলবার।
