REPORTED BY:- MASUD RANA
রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে রেশন, অনেক জায়গাতে চালু হয়ে গিয়েছে এই দুয়ারে রেশন, আবার অনেক জায়গাতে এখনো চালু হয়নি। রানীনগর বিধানসভার ইসলামপুর থানার পমাইপুর সোনাতলা গ্রামে পাড়ায় গিয়ে রেশন নেওয়ার জন্য কুপন বিলি করছে, কিন্তু কিন্তু রেশন নিতে গ্রাহকদেরকে যেতে হচ্ছে রেশন দোকানেই। গ্রাহক দের বিক্ষোভ দুয়ারে রেশন চালু হলে, আমাদেরকে কেনো দুয়ারে রেশন নিতে আসতে হচ্ছে।