REPORTED BY:- BINOY ROY
বীরভূমের রামপুরহাটের নারকিয় হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপি র পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল করার সময় মিছিল আটকে দিল পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। বুধবার দুপুরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাদের উদ্দেশ্য ছিল বিজেপি কার্যালয় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে গিয়ে মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করবে। কিন্তু মাঝপথে বহরমপুর থানার পুলিশ বাহিনী তাদের আটকে দেয় এবং কুশপুতুল কেড়ে নেয়। বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপির মধ্যে। বেশ কিছু ক্ষণ চলে এই ধস্তাধস্তি ঘটনা। বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয় পুলিশ ইচ্ছাকৃত ভাবে তাদের প্রতিবাদ মিছিল আটকে দিয়েছে।
