REPORTED BY:-BINOY ROY
বৃহস্পতিবার সাত সকালে বহরমপুরে বন্দুকের গুলি লেগে কেটে গেল চালকের বুড়ো আঙুল।
বহরমপুরের লালদিঘী এলাকায় ব্যাঙ্কের টাকা নিয়ে যাওয়ার আগেই নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে অশাবধনতা অবস্থায় গুলি ছুটে ডান হাতের বুড়ো আঙুল কেটে গেল। বন্দুকের গুলির আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বহরমপুরের লালদিঘী এলাকায়। গুরুতর আহত অবস্থায় প্রসেনজিৎ মন্ডল নামে গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ প্রশাসন। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ।
