ডিজিটাল; ২৪ মার্চ: মানবিকতা! এই মানবিকতার সাথে আরেকটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত তা হলো মূল্যবোধ। ব্যক্তিজীবনে ও সমাজ জীবনে মানবিক মূল্যবোধ প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে বর্তমান।
এই মূল্যবোধ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় সেমিনার। তেমনি ব্যক্তিজীবনে ও সমাজ জীবনে মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব নিয়ে ওয়েস্টার ইন্ডিয়া ( OYSTER INDIA) বৃহস্পতিবার ২৪ শে মার্চ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে একটি আলোচলাসভা আয়োজন করে । উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, বিশিষ্ট হিউম্যান রিসোর্স কনসালটেন্ট বনানী মুখার্জি, ডাক্তার বিজয় জ্যাকব, ঋত্বিক মুখার্জি প্রমুখ।
স্বামীজি বলেন, 'আমরা যখন নিজেকে নিজেদের সাথে তুলনা করি তখন আমাদের মধ্যে থেকে প্রচুর সম্ভাবনা উঠে আসে। আমিই ভালো থাকবো ভালো খাব ভালো পড়বো- এই স্বার্থপরতা আমাদের ত্যাগ করতে হবে । নিঃস্বার্থভাবে কাজ করা হলো সবচেয়ে বড় মূল্যবোধ। যারা অন্যের জন্য বাঁচে তারাই জীবিত । বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের বিষয়টি অবশ্যই থাকতে হবে না হলে সমাজ অচল হয়ে পড়বে'।