REPORTED BY:- MASUD RANA
উন্নত চিকিৎসার স্বার্থে পশ্চিমবঙ্গ থেকে অনেকেই পাড়ি দেন ব্যাঙ্গালোরে। আর্থিক অনটনের কারণে সবার পক্ষে সম্ভব হয়না সুদূর ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসার পরিসেবা নেওয়ার। এই কথা মাথায় রেখেই মারকাজুল মা আরিফ ও রুথ ফাউন্ডেশন বেঙ্গালুরুর পরিচালনায় ডোমকল মহাকুমা দু’জায়গায় সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল, এই ক্যাম্প গুলোর মধ্যে একটি অনুষ্ঠিত হয় মাদ্রাসা হাফেজি আয়াতুল উলুম গোকুল চকে এবং অপরটি ২৬ শে মার্চ অর্থাৎ আজ শনিবার অনুষ্ঠিত হয় ডোমকল ভবতরণ হাই স্কুল কমিউনিটি হলে।এই ক্যাম্প দুটিতে যথাক্রমে একশো কুড়ি এবং আজ প্রায় একশো জন সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসার পরিসেবা নেন।
