Skip to content
প্রদ্যু্ম্ন কিশোর মিশ্র, ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানির জিএম (এইচআর অ্যাডমিন, সিকিউরিটি) সর্বোচ্চ এইচআর লীডার পুরস্কারে  পুরস্কৃত হলেন।

প্রদ্যু্ম্ন কিশোর মিশ্র, ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানির জিএম (এইচআর অ্যাডমিন, সিকিউরিটি) সর্বোচ্চ এইচআর লীডার পুরস্কারে পুরস্কৃত হলেন।

Reported By Mrithunjoy Roy

পিএসইউ কানেক্ট
প্রথমে উড়িষ্যা সরকারের অধিদপ্তরে কাজ করার পর কেরিয়ারের শুরুতে ভারত ভানি নিগম লিমিটেডের অধীনে বার্ন স্ট্যাণ্ডার্ডে ( ভারত সরকারের উদ্যোগ) যোগ দেন।
নিউ দিল্লীঃ ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস প্রদ্যু্ম্ন কিশোর মিশ্র, ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানির জিএম ( এইচআর অ্যাডমিন, সিকিউরিটি)-কে সর্বোচ্চ এইচআর লীডার পুরস্কারে পুরস্কৃত করলেন।
তিনি শিল্পে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এইচআর পেশাজীবী। বর্তমানে তিনি ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানির জিএম ( এইচআর অ্যাডমিন, সিকিউরিটি)। এই সংস্থা টি কেন্দ্রীয় পাব্লিক সেক্টরের উদ্যোগ, রেলওয়ে মন্ত্রকের অধীনে মিনিরত্ন বিভাগের অন্তর্ভুক্ত। এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেভি ইঞ্জিনিয়ারিং ও ওয়াগন প্রস্তুতকারক সংস্থা। ডিসেম্বর ২০২০ -তে ব্রেথওয়েটে যোগদানের পর তিনি ধারাবাহিকভাবে উন্নতস্তরের কর্মদক্ষতার পরিচয় দেন ও সাফল্যের সঙ্গে সংস্থার উচ্চপদে উন্নীত হন। প্রথমে তিনি উড়িষ্যা সরকারের শ্রম অধিদপ্তরে স্বল্প সময় কাজ করেন ও কেরিয়ারের শুরুতে ভারত ভানি নিগম লিমিটেডের অধীনে বার্ন স্ট্যাণ্ডার্ডে ( ভারত সরকারের উদ্যোগ) যোগ দেন।
জেনারেল ম্যানেজারের বর্তমান দায়িত্ব পরিচালনার সাথে সাথে তিনি এইচআরএমের দায়িত্বও সাফল্যের সঙ্গে পরিচালনা করছেন। কোম্পানির রূপান্তর ও পরিবর্তন এর এক অবিচ্ছেদ্য অঙ্গ। এইচআর কর্পোরেট ও প্রগতিশীল লক্ষ্য নিয়ে কাজ করে। কর্মচারীদের আত্মবিশ্বাস, অনুপ্রেণা ও সার্বিক কল্যাণ সাধনের দিকে লক্ষ্য রাখা হয়। ফলে প্রতি ক্ষেত্রেই কাজের হার বৃদ্ধি পায়। উৎকর্ষলাভের একাগ্রতা উদ্দীপিত হয় ও সাসটেনেবল্ গ্রোথের পরিবেশ তৈরী হয়। পেশাগতভাবে তিনি সাসটেনেবল্ ব্যবসার পরিবেশের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও পলিসি ফরমুলেশন, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মচারীদের মোটিভেশন, ওয়েলফেয়ার ও এনগেজমেন্ট পে প্রোফাইল স্ট্রাকচার, পারফরম্যান্স মানেজমেন্ট, পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত সুবিধা ও ক্ষতিপূরণ, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ও পার্টিসিপেটিভ মানেজমেন্ট ও ও হিউম্যান রিসোর্স মানেজমেন্টের অন্যান্য ক্ষেত্রগুলির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ও আগ্রহশীল।

Leave a Reply

error: Content is protected !!