REPORTED BY:- BINOY ROY
বহরমপুর পৌরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ড দখল করে তৃণমূল কংগ্রেস। ৬টি ওয়ার্ড দখল করে কংগ্রেস। সোমবার এই ছয় জন জয়ী কংগ্রেস কাউন্সিলররা তারা বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়ের অফিসে গিয়ে শপথ গ্রহণ করলেন। ইতি মধ্যেই বহরমপুর পৌরসভা দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান হয়েছেন নারু গোপাল মুখার্জি। এবার এই ছয় জন বিরোধী কাউন্সিলর তারা শপথ গ্রহণ করলেন সোমবার ।
