REPORTED BY:- BINOY ROY
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে আজ ও কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন। মুর্শিদাবাদ জেলাতে বনধের মিশ্র সারা পরেছে সপ্তাহের প্রথম দিন সোমবারে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে সকাল থেকেই স্বাভাবিক ভাবেই চলছে বাস ও ট্রেন চলাচল করছে স্বাভাবিক ভাবেই। তবে অনান্ন্য দিনের তুলনায় যাত্রি সংখা ছিল অনেক টাই কম।বনধের সেই ভাবে সারা পড়ল না মুর্শিদাবাদ জেলাতে।
