REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর।বহরমপুর শহরের মধ্যে অবস্থিত কান্দি বাসস্ট্যান্ড। আর এই কান্দি বাসস্ট্যান্ডে নিয়মিত ব্যাবসা করে ফল ব্যাবসায়ীরা। রাস্তার ওপর ফল রাখার অপরাধে ফল ফেলে দিল পুলিশ। বহরমপুর পুলিশের কর্তব্যরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বহরমপুর শহরে।যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয় ফল ব্যাবসায়ীদের মধ্যে। ব্যাবসায়ীদের অভিযোগ, রাস্তার ফুটপাথে কোন ফল রাখা হয় না। দোকানে মধ্যে রাখা হয়। তারপরেও আমাদের ওপর এই অন্যায় ভাবে অত্যাচার করছে পুলিশ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়
