REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদ জেলা বেকারি ওনার অ্যাসোসিয়েশনের সম্মেলন হলো বহরমপুর স্বামী বিবেকানন্দ স্ট্যাচু সংলগ্ন একটি হোটেলে কনফারেন্স হলে সেখানে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বেকারির উৎপাদন বরাবরই সুনাম রয়েছে সেই সুনামকে বজায় রেখে আগামী দিনে বেকারি শিল্পের প্রসার বিকাশ নিয়ে আলোচনা এবং এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য একটি সম্মেলন অনুষ্ঠিত হয় আজ।