মঙ্গলবার বহরমপুরে জেলা সেচ দফতরের ভবনে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করা হয়। ইতি মধ্যেই কান্দি মহকুমা অন্তর্গত ভরতপুর ও বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা কবলে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। তাই মঙ্গলবার মুর্শিদাবাদ জেলাতে বন্যা নিয়ন্ত্রণে প্রশাসনের আধিকারিকেরা ও জেলার বিধায়করা উপস্থিত ছিলেন। বন্যা নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ড্রেনেজ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।