Skip to content
ডায়মন্ড ক‍্যুইনের তরফে এক বিরাট সেল একজিবিশন

ডায়মন্ড ক‍্যুইনের তরফে এক বিরাট সেল একজিবিশন

REPORTED BY:- NEWS DESK

নতুন বছরের আগমনে চৈত্র সেলের হাট দমদমে আয়োজক ডায়মন্ড ক‍্যুইনঃ আর মাত্র হাতে গোনা কটা দিন তারপর নতুন বাংলা নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালী। এর এই উপলক্ষ্যে জামা কাপড় থেকে গহনা ঘরসাজানোর জিনিস থেকে খাওয়াদাওয়া সব কিছু নিয়ে এক ছাদের তলায় দমদমের জয় ফেসটিভ হাউসে আজ থেকে শুরু হল এক বিরাট সেল একজিবিশন। আয়োজনে ডায়মন্ড ক‍্যুইন নামক এক সংস্থা। এদিন এই একজিবিশনের সূচনা করেন স্থানীয় দশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রিতা রায়চৌধুরি। উদ্যোগতা সৌমিকা ভাদুড়ী জানানা এবছর প্রায় পঞ্চাশ টি স্টল তাদের কালেকশন নিয়ে হাজীর হয়েছে। এই একজিবিশন চলবে আগামী রবিবার পযর্ন্ত।

Leave a Reply

error: Content is protected !!