Skip to content
সাগরদীঘিতে রেশন দোকানের কেরোসিন তেল অবৈধ ভাবে পাচারের সময় কেরোসিন তেল পাকড়াও করলো গ্রামবাসী

সাগরদীঘিতে রেশন দোকানের কেরোসিন তেল অবৈধ ভাবে পাচারের সময় কেরোসিন তেল পাকড়াও করলো গ্রামবাসী

REPORTED BY:- BINOY ROY


এলাকাবাসীদের অভিযোগ বাজিতপুর গ্রামের রেশন ডিলার সেলিম সেখ লাদেন ভ্যানে করে কেরোসিন তেল পাচার করছিল।সোমবার ভোর রাতে এলাকাবাসী লাদেন ভ্যানে থাকা ৮০০ লিটার কেরোসিন তেল আটক করে।ডিলারের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী ।খবর দেওয়া হয় সাগরদীঘি থানায় ।পুলিশ এসে গ্রাম বাসীর আটক করা কেরোসিন তেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীদের আরো অভিযোগ অভিযুক্ত রেশন ডিলার বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের রেশন সামগ্রী কম দেয়।সেই সমস্ত রেশন সামগ্রী ঘুর পথে অবৈধ ভাবে পাচার করে।

যদিও এলাকাবাসীর সমস্ত অভিযোগ অস্বীকার করে রেশন ডিলারের ভাই ।তার দাবি এলাকাবাসীর হাতে ধরা পড়া কেরোসিন তেল তাদের নয় ।সেই কেরোসিন তেল কার তার সঠিক তদন্তের দাবি তোলেন রেশন ডিলারের ভাই আলিম সেখ।

Leave a Reply

error: Content is protected !!