গোপন সূত্রে খবর পেয়ে চুরি যাওয়া হিরে ও বেশ কিছু সোনার গয়না সমেত তিন যুবককে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম হাবিব শেখ, সুরজ শেখ, ও মাসুম রাজা মন্ডল। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি নওদা থানা এলাকায় বলে জানা গিয়েছে। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার। পুলিশ সূত্রে খবর কোলকাতার একটি নামী সংস্থায় ফোন করে দুষ্কৃতী দলের একজন । বলা হয় গজনীপুর এলাকায় গয়নার দোকানে বেশ কিছু সোনার গয়না ও হিরে প্রয়োজন। সেই মোতাবেক সোমবার সন্ধ্যায় সোনার গয়না ও হিরে সমেত ঐ এলাকায় যান গোপাল রানা ও তার সহকর্মীরা। সেখানে দুষ্কৃতীরা তাদের কাছ থেকে ঐ গয়না ও হীরে ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকারও বেশি সোনার গয়না ও হীরে। পুলিশের অনুমান আরও বেশ কয়েক জন এই ঘটনায় জড়িত। তাদেরও খোঁজে যথারীতি তল্লাশি শুরু করেছে পুলিশ।