ডাম্পারের সঙ্গে ইকোরিক্স মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারলো ৫ জন

ডাম্পারের সঙ্গে ইকোরিক্স মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারলো ৫ জন

REPORTED BY:- MASUD RANA

ঘটনাটি ঘটেছে বর্ধমান থানা অন্তর্গত ঝিংকুটি গ্রামের কাছে।
পরিবার সূত্রে জানা যায় পেটের দায়ে প্রতিদিনের ন্যায় আজও কাক ভোরে হলদি খড়ি নদীতে মাছ ধরার জন্য ইকোরিক্স করে যাচ্ছিলো, সেই সময় একটি ডাম্পার সজোরে ধাক্কা মারলে ঘটস্থলে মৃত্যু হয় একই পরিবারের চারজন এবং ইকোরিক্স চালকের।
মৃত পরিবারের বাড়ি দেওয়ান দীঘি থানার পালিত পুর গ্রামে।
মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পালিত পুর গ্রামজুড়ে।
ঘাতক ডাম্পারটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ।
অন্যদিকে সাধারণ নিত্যযাত্রী ও চালকরা জানান,তালিত রেল গেট বন্ধ থাকায় ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়, এছাড়া প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীদের গাড়ি,ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন!

Leave a Reply

error: Content is protected !!