মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শুরু হয়েছে প্রতিটি জেলায় জেলায় তল্লাশি চালানো হচ্ছে। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার আইসির নির্দেশে গুধিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো: নুর আমিন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার গুধিয়া কাঁকসা মাঠে অভিযান চালিয়ে ওই মাঠ থেকে চারটি সকেট বোমা উদ্ধার করে। ওই বোম গুলো পুলিশ পাহারা দিয়ে রয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোম গুলো নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা এই মাঠে বোমা মজুদ করে রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।