এবিটিএ উত্তর 24 পরগনা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সভা

এবিটিএ উত্তর 24 পরগনা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সভা

REPORTED BY :-  NEWS   DESK

এবিটিএ উত্তর 24 পরগনা জেলা শাখার পক্ষ থেকে আজ বিকেলে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে চিরিয়ামরে এসে চিড়িয়ামোড় বিটি রোড সংযোগস্থলে পাইপ রোড মোড়ে বিক্ষোভ সভা সংগঠিত হয় এই বিক্ষোভ সভা এবং মিছিল এর মূল দাবী এসএসসিতে দুর্নীতি এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে রাজ্যজুড়ে যে নারী ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা আনিস খানকে খুনের অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আগামী দিনে এবিটিএ রাজ্যের কমিটির পক্ষ থেকে উচ্চ শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে শিক্ষকরা রাস্তায় থাকবে শিক্ষার স্বার্থে ছাত্রদের স্বার্থে এবিটিএ লড়াই আন্দোলন চলে যাবে | এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য শুভব্রত চক্রবর্তী প্রবীর পাল অশোক পাল সুরজিৎ দে এবিটিএ উত্তর জেলা কমিটির সভাপতি

Leave a Reply

error: Content is protected !!